এগিয়ে চলো


মধুশ্রী ঘোষ


নারী
তুমি এগিয়ে চলো
থামবে না
যদি কোনোদিন ঠোক্কর খাও
তখনও থেমে যেও না
তোমার ভবিষ্যতের  স্বপ্ন, বুকের আগুন
নিভতে দিও না
তোমার এগিয়ে চলার রাস্তা ,
তোমার  এগিয়ে চলার সিঁড়ি
নারী তুমি ভেঙে গুড়িয়ে যেতে দিও না
শুধু  একটাই দিক, একটাই নির্দেশ,
শুধু  একটাই অভিমান একটাই ইচ্ছে
ভাঙতে দিওনা , দৃঢ় চেতা হও তুমি
এগিয়ে  চলো তুমি , আরো অনেক দূর
নারী তোমার চোখের  জল এক
মূল্যবান রত্ন
তুচ্ছ আঘাতে তা নষ্ট করো না ,
মনে শুধু সাহস রেখো, ভয় পেয়ো না
তোমার রাস্তা  এদিকে
একেবারে সোজা পথে,
নতুন প্রজন্মকে পথ দেখিয়ে
আরো এগিয়ে চলো তুমি ,
আরো অনেক দূর  


*ছাত্রী, সাম্মানিক তৃতীয় অর্ধবর্ষ 


                                  

Comments

Popular posts from this blog