Popular posts from this blog
প্রকৃতির অভিশাপ
নুদরত ফিজা সারা বিশ্বে কীরকম একটা পরিবর্তন হল কেউ কী জানে এমন পরিবর্তন কেন হল! পৃথিবীতে ভয়ংকর এক দস্যু এল পৃথিবীটাকে অসুস্থ করে চলে গেল। এই দস্যুর উপসর্গ নানারকম কখনো হাঁচি, কখনো কাশি- কী করে বোঝাবো কীরকম। এইসব উপসর্গ হওয়ার ফলে অনেক মানুষের মরণ হল; কেউ বিছানায় কেউ বা মাঠে কেউ বা শ্মশানে পড়ে রইল। স্কুল কলেজ সব করে দিল বন্ধ ছাত্রছাত্রীরা এমন ছুটি হয়ত পায়নি কখনো। বই বদলালো PDF এ কক্ষ বদলালো Google Classroom এ, পরীক্ষা হল online এ স্কুল ছিল শীতঘুমে। AC, Refrigerator ব্যবহারের ফলে হল CO 2 এর বৃদ্ধি, শেষ পরিস্থিতিতে দেখা দিল O 2 এর ঘাটতি। প্রকৃতিকে আমরা নোংরা করেছি Plastic দিয়ে মুড়ে, তাই মরণের পরে যেতে হল আমাদের plastic দিয়ে মুড়ে। কোথায় গেল অর্থ, কোথায় গেল power! সবকিছুই তো মানছে হার এই পরিস্থিতিতে বারবার। ধ...
Just speechless! ❤
ReplyDeleteThank you so much ❤️
DeleteJust Wow!!!
ReplyDeleteAbsolutely Incredible!!
ReplyDeleteখুবই ভালো স্পর্শা
ReplyDeleteঅপূর্ব
ReplyDeleteThe charcoal drawing is incredible
ReplyDelete