বৃষ্টি


 

নুদরত ফিজা


বৃষ্টি মানে কারোর কাছে মন মাতানো আনন্দ, 

কারোর কাছে বৃষ্টি মানে দুর্ভাগার কান্ড।

 

বৃষ্টি মানে কারোর কাছে প্রাণে নতুন ছন্দ,

কারোর কাছে বৃষ্টি মানে  প্রকৃতির সাথে দন্দ্ব।

 

বৃষ্টি মানে শুধুমাত্র প্রাণ জুড়ানো গান,

আবার বৃষ্টি মানেই কারোরকাছেই বাঁচাও আপন প্রাণ।

 

বৃষ্টি মানেই স্বইচ্ছায় শরীর মন ভিজিয়ে দেওয়া

বৃষ্টি মানে অজান্তেই সমস্ত কিছু ভাসিয়ে দেওয়া।

 

বৃষ্টি মানে কারোর কাছে খুব romantic weather

কারোর কাছে বৃষ্টি মানেই দুঃস্বপ্নের সমাহার।

 

বৃষ্টির কথা মনে পড়লেই মুচকি হাসি আসে,

অনেকের বৃষ্টি মনে পড়লে চোখ ভরে আসে।

 

 বৃষ্টি মানেই নানা রকম সুন্দর রঙের বাহার,

আবার সেই বৃষ্টিতেই কেউ পায়না নিজেদের আহার।

 

কারোর কাছে বৃষ্টি মানেই  খিচুড়ি পকোড়ার স্বাদ

আবার কারোর কাছে বৃষ্টি মানেই মনের অবসাদ।


*ছাত্রী, সাম্মানিক পঞ্চম অর্ধবর্ষ 

 

                                   

Comments

Post a Comment

Popular posts from this blog

Art Works by Arpita Mondal