বন্দি জীবন দশা

 

মৌসুমি মন্ডল 


সমাজের চেহারা হয়েছে আজ অন্যরূপ,

মানুষ তার বেশি সময় দিয়েছে ইন্টারনেটে ডুব

সম্পর্ক গুলো আজ বন্দি কারাগারে,,

মান-অভিমান,হাসি-কান্না সবফোনেই চলে ।।

শিশুগুলো বুঝেছে বেশ!

মোবাইলেই তাদের শৈশবটা শেষ

প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয়না অনেক মাস,

বাইরে বেরোলেই যে ঘটে যায় সর্বনাশ।।

জীবনটা যে কীভাবে কাটছে কী করে তা বলি,

নতুনভাবে পথ চলতে হচ্ছে দেরি

ভাবছি কবে কাটবে বন্দিদশা জীবন থেকে,

আবার কবে এক হবো সবাই আনন্দে উৎসবে

যতোই দিন যায় শুধু দুঃসংবাদই আসে,

স্তব্ধ হচ্ছে গরীবের জীবন লকডাউনের বশে

সমস্যা যতো বাড়ে ততো বাড়ে যন্ত্রণা,

তবুও সবাই দিয়ে চলেছি নিজেদের সান্ত্বনা

মানুষ বড্ড অসহায় আজ প্রকৃতির কাছে,

তবুও আশা রাখি সব হবে ঠিক সময়েরই সাথে

মনে রাখো সাহস,থাকো মানুষের পাশে,,

চলে যাবে এই মহামারী ঠিক নিরুদ্দেশে।।

*ছাত্রী, ২০২১

Comments

Popular posts from this blog